বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত রেখার তুমব্রুতে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। ওই সীমান্ত এলাকায় বৃহস্পতিবার হঠাৎ মিয়ানমারের অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন এবং ফাঁকা গুলি ছোড়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এমন প্রেক্ষাপটে সার্বিক বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে শুক্রবার বিকাল ৩টায় পতাকা বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বাংলাদেশ সীমান্তের ঘুমধুম পয়েন্টে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি; বাড়ানো হয়েছে নজরদারিও।
এর আগে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যান্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভয়ভীতি দেখাতে গুলিবর্ষণ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। ফলে সীমান্তে নতুন উত্তেজনার সৃষ্টি হয়।
এ ব্যাপারে বিজিবি ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনাপাড়া সীমান্তে গুলি ছুড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের নোম্যান্সল্যান্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভয়ভীতি দেখাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে রোহিঙ্গাসহ সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে। সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
বিডিপ্রতিদিন/ ০২ মার্চ, ২০১৮/ ই জাহান