বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত রেখার তুমব্রুতে মিয়ানমারের অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন এবং ফাঁকা গুলি ছোড়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এমন প্রেক্ষাপটে সার্বিক বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে শুক্রবার বিকালে পতাকা বৈঠকে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শুক্রবার বিকেল তিনটা থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে দু’পক্ষের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান সাংবাদিকদের বলেন, দু’পক্ষের মধ্যে বিদ্যমান বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি খুব দ্রুত ভালো কিছু হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শূন্যরেখা ক্রস করার মতো কোনো ঘটনা ঘটেনি। আর যদি ঘটে তাহলে আমরা তা প্রতিহত করবো। তাদের সীমানার ভেতরে কী করবে সেটা তাদের বিষয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন