বাংলাদেশের উন্নয়নের ধারা উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করেন অর্থনীতিবিদ ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। এটা ধরে রাখা বড় চ্যালেঞ্জ বলেও দাবি করেন তিনি। ৭১ টেলিভিশন আয়োজিত 'উন্নয়নশীল বাংলাদেশ, আমাদের চ্যালেঞ্জ' শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবুর সঞ্চালনায় এতে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়গুলো চিহ্নিত করতে হবে। তারুণ্য শক্তিকে কাজে লাগাতে হবে। আরএমজি নিয়ে নতুন করে ভাবতে হবে। ব্যাংক খাতের নৈরাজ্য বন্ধ করতে হবে। গ্রাহকদের আস্থা বাড়াতে হবে। বিশ্ববাজারের চ্যালেঞ্জ মোকাবেলায় দূতাবাসগুলোর কার্যক্রম শক্তিশালী করতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী, এসডিজি মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ইব্রাহীম খালেদ, ব্যারিস্টার আমীর উল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৮/হিমেল