আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘উন্নয়ন কনসার্ট’ অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কনসার্টটি বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।
সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত। অনুষ্ঠানের কোন এক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রচার করা হবে। এছাড়া শিল্পী মমতাজ ও ব্যান্ডদল চিরকুটসহ প্রখ্যাত শিল্পীরা কনসার্টে গান পরিবেশন করবেন।
বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৮/হিমেল