দলের সবাইকে মিলেমিশে চলার আহ্বান জানিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ওয়ার্কার্স পার্টিতে ওপর তলার মানুষ থাকলে চলবে না। কাউকে পেছনে ফেলে রাখা যাবে না।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেছেন, অনেক দাম দিয়ে পাওয়া স্বাধীনতা। সেই স্বাধীনতা বিরোধী শক্তি দীর্ঘদিন আমাদের ঘাড়ে চেপে বসেছিল। আমরা তাদের পরাজিত করে বিচারের আওতায় এনেছি। সামনের দিনগুলোতে বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করে তিনি।
সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, এ দেশের মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা, দারিদ্র্য থেকে, ক্ষুধার জ্বালা থেকে মুক্তির জন্য মানুষ সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলেছে এবং আরো এগিয়ে যাবে।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/মাহবুব