কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহীন ব্যাপারী।
ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক হোসাইন ইমাম গণমাধ্যমকে শাহীন ব্যাপারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসক হোসাইন ইমাম আরও জানান, সকালে শাহীন ব্যাপারীর অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেল ৪ টা ৪০ মিনিটে তিনি মারা যান। তিনি বলেন, অগ্নিদগ্ধ রোগীর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। সর্বোচ্চ চেষ্টা করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
শাহীন ব্যাপারীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়। আট বছর বয়সী এক কন্যাসন্তানের এই জনক স্ত্রীকে নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জে। তিনি সদরঘাটে একটি কাপড়ের দোকানে ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ই মার্চ ইউএস-বাংলার ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন। ওই ঘটনায় আহত হন ১০ জন বাংলাদেশি, নয় জন নেপালি এবং মালদ্বীপের একজন নাগরিক। বিমানটিতে মোট যাত্রী ছিলেন ৭১ জন।
বিডিপ্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৮/ ই জাহান