নেপালে বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া কবির হোসেনের ডান পা কেটে ফেলতে হচ্ছে। তাকে সিঙ্গাপুর নেয়ার পর সেখানকার চিকিৎসকরা তার ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত দিয়েছেন। এছাড়া তার বাম পায়ের অবস্থাও ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাংলাদেশে কবিরের চিকিৎসক ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসাইন ইমাম এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশের চিকিৎসকরাও কবিরের ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত দিয়েছিলেন। তখন তার পরিবারের ইচ্ছায় তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ডা. সি জ্যাকের অধীনে তার চিকিৎসা চলছে। সোমবার ভোরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।
দুর্ঘটনায় আহত দুই বাংলাদেশি ইমরানা কবির হাসি ও রিজওয়ানুল কবিরও সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে রুয়েট শিক্ষক ইমরানার হাতেরও চারটি আঙুল কেটে ফেলতে হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৬ বাংলাদেশী মারা যান। আহত অবস্থায় বেঁচে যান কবিরসহ ১০ বাংলাদেশী।
বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৮/হিমেল