তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বঙ্গোপসাগরীয় জোট বিমসটেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিতে তিনি ঢাকায় এসেছেন বলে জানা গেছে। বুধবার ঢাকায় বিমসটেকের বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিমসটেকের বৈঠকের জন্য এলেও অজিত দোভাল ঢাকায় দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমদ সিদ্দিকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৮/এনায়েত করিম