অসুস্থতার কারণে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আজ আদালতে হাজির করা হচ্ছে না।
বুধবার সকালে সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
প্রসঙ্গেত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বুধবার খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার কথা ছিল।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর থেকেই রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৮/মাহবুব