পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের জনসভা স্থগিত করেছে বিএনপি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গোয়েন্দা প্রতিবেদন না পাওয়ায় এবং নিরাপত্তার অজুহাত দেখিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার বিএনপির জনসভার অনুমতি দেয়নি পুলিশ। ফলে এ জনসভা স্থগিত করেছে বিএনপি।
রিজভী আরও বলেন, গণতন্ত্রের ধারক-বাহক হয়েও বিএনপি সমাবেশ করার অনুমতি পায় না। অথচ এটা বিএনপির গণতান্ত্রিক অধিকার। কিন্তু আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করার জন্যই সমাবেশের অনুমতি না দিয়ে বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আব্দুল আওয়াল খান, তাইফুল ইসলাম টিপু, আমিনুল ইসলাম প্রমুখ।
এর আগে, ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সদস্য মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কক্ষে প্রবেশ করেন।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/এনায়েত করিম