গাছ না কেটে ‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক প্রশস্থ ও উন্নয়ন’ প্রকল্পের কাজ দ্রুত শুরু করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে রাস্তাটি সচল রাখার স্বার্থে দ্রুত সংস্কার করার জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। এছাড়া কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভূলতা ৪ লেন ফ্লাইওভার নির্মাণ প্রকল্পসহ জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ সমাপ্ত করার সুপারিশ করে।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, একেএমএ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফয়জুর রহমান, মো. মনিরুল ইসলাম ও লুৎফুন নেছা বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদ সচিবালয় জানায়, কমিটি টাঙ্গাইল জেলার মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া রাস্তার উন্নয়ন কাজের অনিয়ম তদন্ত কমিটি কর্তৃক প্রমাণিত হওয়ায়, রাস্তার ক্ষতিগ্রস্থ অংশ ঠিকাদারকে দিয়ে পুনঃমেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার