জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে আজ কারাগারে দেখা করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগমীর।
বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে দলটির শীর্ষ দুই নেতার মধ্যে এ সাক্ষাৎ হবে।
ইতিমধ্যে কারাগার থেকে দেখা করার অনুমতি পাওয়া গেছে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।
বিএনপি সূত্র জানায়, শীর্ষ দুই নেতার সাক্ষাতে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিত, অাসন্ন সিটি নির্বাচনে অংশগ্রহণ করা না করা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়ে কথা হবে।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/মাহবুব