বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) যে আবেদন করেছে সেটি ‘বেআইনি’।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
তিনি আরও বলেন, ফৌজদারি মামলায় সাজা বাড়ানোর জন্য রিভিউ পিটিশনের বিষয়টি দুদকের আইনেও নেই। তাই স্বপ্রণোদিত হয়ে নয়, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতে এবং রাজৈনতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক মামলা দিয়েছিল। একই কারণে এখন সাজা বাড়ানোর আবেদন করেছে।
স্থানীয় সরকার নির্বাচনে ‘সরকারি বাহিনী আগের মতই তাণ্ডব চালাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, নির্বাচন কমিশন সবকিছু জেনেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ই জাহান