প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন বজায় রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেবেন। আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আর বিএনপি মানেই ধ্বংস, হত্যা, লুটপাট, দুর্নীতি। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ভোগ করছে জনগণ। আজ বিকেলে ঠাকুরগাঁও আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়নও হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রত্যেক উপজেলায় অবকাঠামো থেকে শুরু করে সব কিছু উন্নয়ন করা হচ্ছে। বয়স্ক ভাতা দিয়েছি- যা আওয়ামী লীগ চালু করেছে, আর কেউ দেয়নি।
জনসভায় উপস্থিত নেতা, কর্মী ও সমর্থকদের কাছে ভোট চেয়ে এসময় ওয়াদা চেয়ে শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় ভোট দেবেন কি-না, হাত তুলে ওয়াদ করুন। জবাবে সবাই হাত তুলে প্রধানমন্ত্রীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
প্রধানমন্ত্রী বলেন, নৌকাই মানুষকে শুধু দেয়। নৌকায় ভোট দিয়ে ভাষার অধিকার পেয়েছি, নৌকায় ভোট স্বাধীনতা পেয়েছি। দেশের ৬৭ লাখ বয়ষ্ক মানুষকে বয়ষ্ক ভাতা দিচ্ছি, মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেছি। ৮ লাখ প্রতিবন্ধীকে মাসে মাসে ভাতা দিচ্ছি। তাদের মধ্যে ৮০ হাজারকে বৃত্তি দেওয়া হচ্ছে পড়াশোনার জন্য।
বিডি প্রতিদিন/এ মজুমদার