অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ মন্তব্য করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দীর্ঘদিন স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় না থাকায় দেশে কাঙ্খিত উন্নয়ন হয়নি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ।
আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন আয়োজিত ‘স্বাধীনতার ৪৭ বছরে জনপ্রত্যাশা ও অর্জন’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ মন্তব্য করেন।
নৌমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী ও রাজাকার-আলবদরদের বিচার হওয়ায় দেশ পাপমুক্ত হয়েছে। বাংলাদেশকে গড়ে তুলতে নিরলসভাবে পরিশ্রম করে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র তাকে হত্যা করে, উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করে।
বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ফরায়েজী আন্দোলনের মহাসচিব মো. আজিজুল রহমান, যুগ্ম মহাসচিব মহিউদ্দীন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার