আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনের আগেই ৫ হাজার চিকিৎসক, ৪ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। তবে এই চিকিৎসকদের অবশ্যই অন্তত তিন বছর গ্রামে থাকতে হবে। যারা থাকবে না, তাদেরকে বাদ দিয়ে আবারও নিয়োগ দেওয়া হবে।
আজ শুক্রবার রংপুর মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস ও রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সংবিধানের আলোকেই নির্বাচন হবে। আগামী নির্বাচন হবে ফাইনাল খেলা। নির্বাচনে রেফারি থাকবে নির্বাচন কমিশন। ফাউল করলেই খালেদা জিয়াকে লাল কার্ড দেখানো হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন এইচ এন আশিকুর রহমান এমপি, টিপু মুনশী এমপি, হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায়, রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোস্তাফিজার রহমান প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ই-জাহান