প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যা সোয়া ৭টা থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে বিকেল পৌনে ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ জানান, বিকেলে তীব্র বাতাস ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া শান্ত হওয়ায় সন্ধ্যা সোয়া ৭টা থেকে ফের লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৮/হিমেল