তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আর কোনও দিন রাজাকার জঙ্গিদের সরকার হবে না। কারণ বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় জঞ্জাল, বিষবৃক্ষ হচ্ছে খালেদা জিয়া ও বিএনপি। আমি মনে করি, রাজনীতি যদি পরিচ্ছন্ন করতে হয়, আগুন সন্ত্রাসমুক্ত করতে হয়, রাজাকার ও জঙ্গি মুক্ত করতে হয় তাহলে এই রাজনীতির জঞ্জাল বিষবৃক্ষ বিএনপি এবং খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে, রাজনীতির বাইরে রাখতে হবে।
শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহানগর জাসদ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা ও গাজীপুর সিটি নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আগুন শত্রুদের সাথে আর কোন ফয়সালা হবে না। আমরা খুনি রাজাকারদের সাথে রাজনীতি করবো না। বলেছিলাম আগুন সন্ত্রাস ধ্বংস করবো। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমনের চেষ্টা চলছে। আমরা জঙ্গি দমেনর যুদ্ধে আছি। এ বিষবৃক্ষ চিরতরে উৎখাত করতে হবে। এ বিষবৃক্ষ উৎখাত না হলে আবারও দেশে জামায়াত জঙ্গী ও আগুন সন্ত্রাস সৃষ্টি হবে।
মন্ত্রী বলেন, সংবিধান রক্ষার জন্য মহানগরের নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন যথা সময়েই হবে। আর শান্তি রক্ষার জন্যে জঙ্গি ধ্বংস করব, জঙ্গির সঙ্গী খালেদা জিয়া বিএনপিকে ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখব। কোন অবস্থাতেই কোন শর্ত দিয়ে নির্বাচন বানচাল করার, বর্জন করার উছিলা করতে দেব না। নির্বাচন বানচাল বা বর্জন বাংলাদেশের নির্বাচন ঠেকাতে পারবে না।
গাজীপুর মহানগর জাসদের সভাপতি রাশেদুল হাসান রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু,সাংগঠনিক সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল হক মন্ডল বাচ্চু, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. এম এ কাশেম, এডভোকেট ইকবাল হোসেন প্রমূখ।
মন্ত্রী বক্তব্যের শুরুতেই গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মহানগর জাসদের সভাপতি রাশেদুল হাসান রানাকে দলের মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা করেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি শর্ত দেয়ার নামে ডিসেম্বরের নির্বাচন বানচাল ও বর্জনের উছিলা খুজঁছে। কিন্তু এটা হতে দেয়া যাবে না। খালেদা জিয়ার মুক্তি কোন রাজনৈতিক লেনদেনের বিষয় নয়, এটা আদালতের ব্যাপার। সংবিধান রক্ষা করে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন অবস্থায় কেউ বানচাল বা বন্ধ করতে পারবে না। যথা সময়ে নির্বাচন হবে। আমরা নির্বাচন করি, আমাদের নির্বাচনে জামায়াত রাজাকার জঙ্গি ও আগুন সন্ত্রাস থাকে না। আমাদের সাথে থাকেন মুক্তিযোদ্ধারা। সরকারেও মুক্তিযোদ্ধারা এবং বিরোধী দলেও মুক্তিযোদ্ধারা থাকেন।
তিনি বলেন, সংবিধান রক্ষা করতে হচ্ছে। তাই মেয়াদ শেষে যথা সময়ে নির্বাচন হবে। জঙ্গি দমনের যৃুদ্ধের ভিতরেও আমরা দেশে উন্নয়ন করে যাচ্ছি। যার ফল মানুষ পাচ্ছে। পদ্ধা সেতু হচ্ছে নিজের টাকায়। আবার ক্ষমতায় আসলে শেখ হাসিনার নেতৃত্বে দৌলতদিয়ায় আরো একটি সেতু হবে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান