বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন আগামী ১১ ও ১২ অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের তারিখও নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গুলিস্তানে ছাত্রলীগের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন এ তথ্য জানান।
এতে বলা হয়, আগামী ১১ ও ১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন। এর আগে, চলতি মাসের ২৪ এপ্রিল ঢাকা মহানগর উত্তর, ২৬ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ এবং ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৮/রনি/মাহবুব