বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় তাকে কেন্দ্রীয় কারাগার থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।
খালেদা জিয়াকে সেখানে কেবিন ৫১২ তে রেখে চেকআপ করা হবে।
রাজধানীর কেন্দ্রীয় কারাগার, পুরান ঢাকা, আলিয়া মাদ্রাসা চত্বরসহ আশপাশের এলাকায় কয়েকস্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন