বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার জন্য ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডে রয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুনও। অন্য তিনজন হলেন ডা. ফয়জুর রহমান, ডা. এম আলী ও ডা. এফ এম সিদ্দিক।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ-তে আনা হয়। এ সময় খালেদা জিয়াকে পায়ে হেঁটে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। পরে তিনি হাসপাতালে ৫১২ নম্বরে যান। এরপর সেখান থেকে বিএনপি চেয়ারপার্সনকে নিয়ে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর আবারও তাকে কারাগারে নেওয়ার জন্য বেলা ১টা ৩০ মিনিটে তার গাড়িবহর হাসপাতাল ছাড়ে।
এর আগে, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে বেলা সোয়া ১১টার দিকে খালেদা জিয়াকে নিয়ে তার বহনকারী গাড়িবহর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়।
এদিকে, এদিন খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষার সময় উপস্থিত ছিলেন ডা. মামুন, ডা. শুভ, ডা. এফএম সিদ্দিকী, ডা. ওয়াহিদুর রহমান। খালেদা জিয়া হাসপাতাল ছাড়ার পর এক ব্রিফ্রিংয়ে একথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল, ২০১৮/মাহবুব