বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও কারাগারে নেওয়া হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী গাড়ি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যায়।
এর আগে, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে বেলা সোয়া ১১টার দিকে খালেদা জিয়াকে নিয়ে তার বহনকারী গাড়িবহর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ-তে এসে পৌঁছায়।
এ সময় খালেদা জিয়াকে পায়ে হেঁটে হাসপাতালে প্রবেশ করেন। পরে তিনি হাসপাতালে ৫১২ নম্বরে যান। এরপর সেখান থেকে বিএনপি চেয়ারপার্সনকে নিয়ে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
জানা গেছে, কেবিন ব্লকের প্যাথলজি বিভাগে পরীক্ষার জন্য খালেদা জিয়ার রক্ত নেয়া হয়। এরপর দুপুর পৌনে একটার দিকে তাকে শারীরিক পরীক্ষা করতে রেডিওলজি ও ইমেজিং বিভাগে নেয়া হয়। এখানে এক্স-রে ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগারে নেয়া হয়।
এদিন খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষার সময় উপস্থিত ছিলেন ডা. মামুন, ডা. শুভ, ডা. এফএম সিদ্দিকী, ডা. ওয়াহিদুর রহমান। খালেদা জিয়া হাসপাতাল ছাড়ার পর এক ব্রিফ্রিংয়ে একথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন।
তিনি বলেন, খালেদা জিয়ার হাড়ের বিভিন্ন অংশে এক্স-রে করা হয়েছে। আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল, ২০১৮/মাহবুব