সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। একই সঙ্গে কেন্দ্রের সঙ্গে মিল রেখে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সারাদেশে পালন করা হচ্ছে সড়ক অবরোধ ও পদযাত্রা কর্মসূচি। এর মধ্যে রাজধানীর শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের ঢল নেমেছে। ছবিতে দেশের বিভিন্ন স্থানের কয়েকটি চিত্র তুলে ধরা হলো।
কোটা সংস্কারের দাবিতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ।
কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ।
কোটা সংস্কারের দাবিতে সিলেট নগরীতে পদযাত্রা কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা।
কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ।
কোটা সংস্কারের দাবিতে রংপুরে পদযাত্রা কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা।
কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল, ২০১৮/মাহবুব