কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালেয়ের টিএসসি ছাড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
একই সঙ্গে বুধবার সকাল ১০টা থেকে ফের অবস্থান কর্মসূচি পালন করবেন বলে তারা জানান। এর সাথে সঙ্গতি রেখে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করার আহ্বান জানান তারা।
সোমবার আন্দোলন স্থগিত ঘোষণা করার পর শিক্ষার্থীরা ভাগ হয়ে গেলেও মঙ্গলবার সন্ধ্যা থেকে আবারও একযোগে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে মন্ত্রীর কুশপুত্তলিকা নিয়ে মিছিল করেন তারা।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সামনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান আবারও অবরোধের ঘোষণা দেন।
বাজেটের আগে কোটা সংস্কার নয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন বক্তব্য এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেয়া বক্তব্য প্রত্যাহার না করায় এ ঘোষণা দেয়া হয়।
এর আগে, কোটা সংস্কার নিয়ে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেওয়া বক্তব্যের বিভিন্ন অংশ আপত্তিকর মনে করে ওই বক্তব্য প্রত্যাহারে ও ক্ষমা চাওয়ার জন্য বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন পরিষদের এই নেতা। তখন জানানো হয়, এ সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করা হলে আবার অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৮/মাহবুব