সরকার ৩৬ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে ৬ লাখ মেট্রিক টন আমন চাল (সিদ্ধ) সংগ্রহ করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রবিবার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, খাদ্য পরিস্থিতি ও মজুদ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিকভাবে ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ আমন চাল ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করব। চালের সংগ্রহ সন্তোষজনক হলে আরও দুই বা তিন লাখ টন এই চাল সংগ্রহ করা হতে পারে।
মন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে এবার আমন চালের উৎপাদন খরচ পড়েছে সাড়ে ৩৪ টাকা। বাজার পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে, খোঁজ-খবর নিয়ে মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা