নির্বাচনে ভোটারদের প্রতি আস্থা রাখতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, নির্বাচনের ফলাফল দেশের ভোটারাই নির্ধারণ করবেন।
সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সম্মিলিত জাতীয় জোটের লিয়েজো কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, সকল দল নির্বাচনে অংশ নিচ্ছে, এতে গণতন্ত্র সুসংহত হবে। নির্বাচনকে ঘিরে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হবে। সকলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী ও মেজর (অব.) খালেদ আখতার, সম্মিলিত জাতীয় জোটের নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, সিনিয়র কো-চেয়ারম্যান আবু হানিফ হুদয়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন, বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি, জাতীয় ইসলাম মহাজোটের মহাসচিব আবু হাসনাত, ইসলামী ফ্রন্টের যুগ্মমহাসচিব অধ্যক্ষ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম