সাত দেশের সঙ্গে বৈঠকে বসবেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। সোমবার দুপুর সাড়ে ১২টায় চীনের সঙ্গে প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকের জন্য বারিধারা বি. চৌধুরীর বাসভবন মায়া-বি’তে ঢাকায় নিয়োজিত চীনের রাষ্ট্রদূত ঝাংজু দুপুর সাড়ে ১২টায় উপস্থিত হন।
এরপর পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানের সাথে বৈঠক করবে যুক্তফ্রন্ট। জানা গেছে, আজ দুপুর ১টার পর অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে বৈঠকে বসবেন। আর বিকেল ৪টায় বৈঠক হবে জার্মানের রাষ্ট্রদূতের সাথে।
সবগুলি বৈঠকে বি. চৌধুরীর সঙ্গে থাকবেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য এমএম শাহীন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত