ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের সবার নেতা তারেক রহমান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার নগরের দেওয়ানজী পুকুর পাড় এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, কোন আচরণবিধি বলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতির দায়ে ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান তাদের প্রার্থীদের, মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন?
ড. হাছান মাহমুদ আরও বলেন, পত্রপত্রিকায় বেরিয়েছে, তারেক রহমানই ফাইনালি ঠিক করে দেবেন কারা বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাচ্ছে, এমনকি ঐক্যফ্রন্টের চূড়ান্ত তালিকাও তিনি ফাইনাল করবেন। এর থেকে বোঝা যাচ্ছে ড. কামাল হোসেনের উপরে হচ্ছে তারেক রহমান। অর্থাৎ ঐক্যফ্রন্টে-সবার নেতা তারেক রহমান। কারণ তার কথাই চূড়ান্ত।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত