নির্বাচন কমিশনের নির্দেশেই বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে রুহুল কবির রিজভী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের ভাগ্নে (আপন বোনের ছেলে) এস এম শাহজাদা সাজু। আমরা জোর দাবি জানাচ্ছি যে, ভাগ্নে সাজুর মনোনয়নের পরিপ্রেক্ষিতে সিইসি উচ্চ নৈতিক মান প্রদর্শন করে অবিলম্বে স্বীয় পদ থেকে সরে দাঁড়াবেন।
সিইসিকে ক্ষমতাসীনদের পক্ষে কাজে লাগানোর জন্যই তার ভাগ্নেকে আওয়ামী লীগ মনোনয়ন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।
এ সময় যশোরের অভয়নগরের বিএনপির উঠান বৈঠকে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিএনপির এই মুখপাত্র বলেন, সেখানে বিএনপির উঠান বৈঠকে পুলিশ তাণ্ডব চালিয়েছে। এ সময় কোনো কারণ ছাড়াই পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৮/মাহবুব