একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বিএনপি। সোমবার (২৬ নভেম্বর) ১০৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। তিনটি বিভাগের পূর্ণাঙ্গ ও একটি বিভাগের আংশিক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এতে দেখা গেছে, কোনো কোনো আসনে একক প্রার্থী ঘোষণা করা হলেও অনেক আসনেই দুই বা ততোধিক প্রার্থী দিয়েছে দলটি। এমনও রয়েছে,একই পরিবারের দুজনকে, আবার কোনো কোনো ক্ষেত্রে একই আসনে হেভিওয়েট দুই প্রার্থীকে দলের প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।
বিএনপির এই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে দেশব্যাপী দলের ভেতরে-বাইরে চলছে আলোচনা।
তবে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলটি সুচিন্তিতভাবেই কোনো কোনো আসনে দুই বা ততোধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। বিষয়টি কাকতালীয়ভাবে হয়নি।
পাঁচ কারণে বিএনপি একই আসনে একাধিক প্রার্থী দিয়েছে বলে জানা গেছে। এসব কারণের মধ্যে রয়েছে:
১. বিদ্রোহী প্রার্থী ঠেকানো;
২. মামলার কারণে প্রার্থিতা বাতিল হলে আসন শূন্য না রাখা;
৩. জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের সঙ্গে চূড়ান্তভাবে আসন সমঝোতা না হওয়া;
৪. ঋণখেলাপির কারণে কারও প্রার্থিতা বাতিল হলে যেন আসন শূন্য না থাকে।
৫. দলবদল করতে না দেওয়া।
বিডি প্রতিদিন/কালাম