বিশ্ব ইজতেমার ময়দানে তাবলীগ জামাতের বিবাদমান দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় গ্রুপের শতাধিক মুসল্লি আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ইট-বাঁশ নিয়ে মারমুখী ভূমিকায় দেখা যাচ্ছে দু'পক্ষকেই।
মওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা জানিয়েছেন, তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু হওয়ার কথা ছিলো তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে। এদিকে দেওবন্দপন্থী মওলানা জোবায়েরের অনুসারীরা আগে থেকেই ইজতেমা মাঠে অবস্থান নেয়। মাঠ দখল নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় এ সংঘর্ষ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন