বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছেন।
প্রতিনিধি দলে আরও আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। তারা এসময় সিইসির সাথে দেখা করবেন।
বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের অবাধে গ্রেফতার, প্রশাসনকে ব্যবহার করে প্রার্থী ও নেতাকর্মীদের হয়রানিসহ সুনির্দিষ্ট অভিযোগ পেশ করা হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত