বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, টার্গেট করে কোনো কারণ ছাড়াই বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে।
তিনি বলেন, “টার্গেট করে ৫০ জনের মতো দলের হেভিওয়েট জনপ্রিয় নেতা ও সাবেক এমপিদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে।”
রিজভী বলেন, “বিনা অজুহাতে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অথচ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকার পরও তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।”
সোমবার (০৩ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা বগুড়ার ডিসি কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করার মাধ্যমে বেগম জিয়া আরও একটি শেখ হাসিনার আক্রোশের শিকার হলেন।”
বিডি প্রতিদিন/কালাম