ইতিহাস সাক্ষী জিয়া পরিবার বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার কোন পরিকল্পনা আওয়ামী লীগের নেই।
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, হত্যা করা আর তাতে সমর্থন দেয়া সমান অপরাধ।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার ওপর ব্যক্তিগত কোন আক্রোশ নেই। আদালতের নিদের্শেই তিনি বিভিন্ন মামলায় সাজাভোগ করছেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, দলটি নিজেরা কোন আন্দোলন করতে না পারায় তাবলিগ ইস্যুতে ফায়দা লুটার চেষ্টা করছে।
আচরণবিধি লঙ্ঘন নিয়ে বিএনপির অভিযোগের প্রেক্ষিতে কাদের বলেন, বিএনপি’র মনোনয়ন আসলে একটা পুতুল নাচ। তারাই আচরণবিধি লঙ্ঘন করছে।
বিডি প্রতিদিন/কালাম