স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফেব্রুয়ারিতে তাবলিগ-জামায়াতের দুই পক্ষকে নিয়ে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইজতেমার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাবলিগ জামায়াতের দুইপক্ষের মুরব্বিদের উপস্থিতিতে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুই পক্ষের মধ্যে মিটমাট হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে দুই পক্ষ মিলেই বিশ্ব ইজতেমার আয়োজন করবে।
এর আগে সচিবালয়ে টানা দুই ঘণ্টা তাবলিগ জামায়াতের দুই পক্ষের মুরব্বিদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুই পক্ষের নেতৃত্ব দেন ওয়াসিকুল ইসলাম ও মাওলানা জোবায়ের। দুই পক্ষেই ১৬ থেকে ১৭ জন করে সদস্য বৈঠকে অংশ নেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন