প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে নিয়োগ পেয়েছেন ফেরদৌস আহমেদ খান ও ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। সচিব এবং উপ-সচিব পদমর্যাদার এই দুইজনকে নিয়োগ দিয়ে বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়, ফেরদৌস আহমেদ খান সরকারের সচিবের পদমর্যাদা ও বেতনে এবং ব্যারিস্টার শাহ আলী ফরহাদকে উপ-সচিব পদমর্যাদায় গ্রেড-৫ স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
ফেরদৌস আহমেদ খান শেখ হাসিনা সরকারের আগের মেয়াদেও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম