বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার চুরির ঠিক ৩ বছর পর ৩১ জানুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্ক ফেডারেল কোর্টে মামলা করলো বাংলাদেশ ব্যাংক। এ অর্থ চুরি হয়েছিল ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একাউন্ট থেকে।
আনুষ্ঠানিকভাবে মামলা দায়েরের আগে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে এ ব্যাপারে বিস্তারিত চুক্তি হয়। এরপরই ম্যানহাটানে অবস্থিত সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে (US District Court for the Southern District of New York ) মামলাটি দায়ের হয়েছে।
তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন নিউইয়র্ক সফররত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এমনকি তারা নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেলের সাথেও নাকি এ নিয়ে কোনো কথা বলেননি।
বৃহস্পতিবার বিকালে জাতিসংঘে বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সাথে সৌজন্য সাক্ষাত করার কয়েক ঘণ্টার মধ্যেই মামলাটি দায়ের করা হয়।
বিস্তারিত তথ্য গণমাধ্যমকে দেবেন ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর-এমন কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের কাছে।
প্রসঙ্গত, এই মামলা করা হয়েছে ফিলিপাইনের রিজল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এবং কয়েক ব্যক্তির বিরুদ্ধে। এরা সকলেই ফিলিপাইনের নাগরিক বলে নির্ভরযোগ্য একটি সূত্র নাম গোপন রাখার শর্তে এ সংবাদদাতাকে জানান।
বিডি প্রতিদিন/কালাম