সরকারের চেয়ে বড় প্রভাবশালী কেউ নেই উল্লেখ করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আদালতের যে রায় আছে, সে অনুযায়ী কর্ণফুলী নদীকে দখলমুক্ত করা হবে। এখানে প্রভাবশালী বলতে কিছু বুঝি না, কোনো প্রভাবশালীর অনুরোধ-অনুযোগ রাখার সুযোগ নেই।
শনিবার বিকেলে কর্ণফুলী নদীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানপূর্ব পরিস্থিতি দেখতে গিয়ে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
এসময় মন্ত্রী বলেন, ইতোমধ্যে অনেকে উচ্ছেদ থেকে রক্ষা পেতে ফোন করেছেন, অনেকে অনুরোধ করেছেন। তবে এসবের কোনো সুযোগ নেই। সোমবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। এই উচ্ছেদ অভিযান বন্ধের কোনো সুযোগ বা সম্ভাবনা নেই।
মন্ত্রী জাবেদ বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আরএস মূলে সব অবৈধ স্থাপনা সরানো হবে। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য একাধিক জোন করা হয়েছে। প্রথম জোনে অভিযান চালিয়ে ২০০ স্থাপনা সরানো হবে। এতে ১০ একরের বেশি জায়গা দখলমুক্ত হবে। ক্রমান্বয়ে অনুমোদন না নিয়ে যেসব স্থাপন তৈরি করা হয়েছে, সেগুলো উচ্ছেদ করা হবে। যাদের অবৈধ স্থাপনা রয়েছে, তাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এখনো কিছু প্রতিষ্ঠান আবেদন করছে। তাদেরকে জানিয়ে দিয়েছি, অভিযান চলবে। ছাড় দেওয়ার সুযোগ নেই। সরকারি-বেসরকারি সব স্থাপনা সরানো হবে। কোনো প্রভাবশালীর হস্তক্ষেপ সহ্য করা হবে না। কারণ, কর্ণফুলী নদী শুধু চট্টগ্রামের সম্পদ নয়, দেশের সম্পদ। কর্ণফুলী বাঁচলে দেশ বাঁচবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন