বাংলাদেশে সোলার বিদ্যুৎ উৎপাদনে পাওয়ার প্লান্ট স্থাপনে আনন্দ এগ্রো ফার্ম ও মালয়েশিয়ার ওসিকে গ্রুপ বারহাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। শুক্রবার বিকেলে মালয়েশিয়ার শাহ আলমে ওসিকে গ্রুপ বারহাদের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আনন্দ এগ্রো ফার্মের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক লায়ন এস এইচ চৌধুরী এবং ওসিকে গ্রুপ বারহাদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির প্রকল্প পরিচালক চং ওয়াই ওয়ে।
রংপুরের গঙ্গাছড়া উপজেলার মুটুকপুরে হতে যাওয়া পাওয়ার প্লান্টটিতে চুক্তি অনুযায়ী মালয়েশিয়ান ওই কোম্পানি ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার