সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর প্রভাবশালী সদস্য ও গাজীপুর-৩ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট মো. রহমত আলী অসুস্থ হয়ে ব্যাংককের বামরুনগ্রাড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২২ ফ্লাইটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের সুবর্নভুমি অন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে তাকে নিয়ে রওনা হন তার পরিবার। বর্তমানে তার সাথে ব্যাংককে রয়েছেন তার স্ত্রী নাদিরা রহমত আলী ও তার কনিষ্ঠ পুত্র অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং তাঁরই স্নেহে বেড়ে উঠা মো. রহমত আলী বর্তমানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা রোগে আক্রন্ত। তার কনিষ্ঠ পুত্র জামিল হাসান তার বাবার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শুক্রবার বাদ জুমা শ্রীপুরের বিভিন্ন মসজিদে সাবেক সাংসদ ও বর্ষীয়ন এ রাজনীতিবিদ এর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল