বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা-সিলেট ফ্লাইটে শুক্রবার সন্ধ্যায় শতশত মশা ছিল বলে জানিয়েছেন কয়েকজন যাত্রী। ৬টার দিকে বিজি ০২৪৭ নম্বর ফ্লাইট সিলেটের উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দ ত্যাগ করে।
এই ফ্লাইটে যাত্রীদের অভিযোগ, আকাশে উড়ার সাথে সাথেই শুরু হয় মশার আক্রমণ। তারা বারবার বিমানের সংশ্লিষ্ট কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে ককপিঠ থেকে শুরু করে সারা বিমানে অন্তত ৩ বার স্প্রে করেছে। এতে আক্রমণ কিছুটা কমলেও স্বস্তিতে ছিলেন না যাত্রীরা।
ব্যবসায়ী আলীমুছ ছাদাত চৌধুরী ওই ফ্লাইটে ঢাকা থেকে সিলেট এসেছেন। তিনি বলেন, ভাই, হাজার হাজার বলব, না লাখ লাখ বলব, বুঝতে পারছি না। এত এত মশার যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমাদের। সংশ্লিষ্টদের বললে তারা জবাব দেন, একাধিকবার স্প্রে করা যাবে না। সীমাবদ্ধতা আছে। শ্বাসকষ্টের রোগীদের সমস্যা হবে। কিন্তু তবু তারা কয়েকবার স্প্রে করেছে। তবে মশা নিয়ন্ত্রণ করা যায়নি।
আরও কয়েকজন যাত্রী মোবাইলে আলাপকালে বলেন, যাত্রী প্রবেশের সময় মশাও প্রবেশ করেছে। আরও উন্নত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে মশার প্রবেশ ঠেকানো যেত।
বিশেষ করে, সবুজ রঙের বিশেষ লাইট জ্বালিয়ে রাখলে বা যাত্রী প্রবেশের সময় প্রবেশপথে অ্যারোসোল বা আরও উন্নত ঔষধ ব্যবহার করে মশার প্রবেশ ঠেকানো যায়।
তারা বলেন, বিমানের সেরকম কোন ব্যবস্থাই নেই। থাকলেও, অন্তত শুক্রবার ছিল না।
এ ব্যাপারে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স সিলেটের আঞ্চলিক ম্যানেজার হেলাল উদ্দিন বলেন, তিনি এমন কোন অভিযোগ পাননি। তাছাড়া এসব ব্যাপারে কথা বলতে তাদের নিষেধাজ্ঞা আছে।
তিনি বিমানের ঢাকা অফিসে যোগাযোগ করার কথা বলে একটি নম্বরও দিলেন। শনিবার রাতে ওই নম্বরে অনেকবার ফোন দিলেও কেউ কল রিসিভ করেননি।
বিডি প্রতিদিন/ফারজানা