নদী দখলের অভিযোগ রয়েছে এমন ব্যক্তিকে স্থানীয় কিংবা জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছন হাইকোর্ট।
একই সঙ্গে নদী দখলে অভিযুক্ত ব্যক্তি যাতে কোনো ধরনের ব্যাংক ঋণ না পায় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংককেও নির্দেশ দেন উচ্চ আদালত।
তুরাগ নদী রক্ষায় একটি রিট মামলার বিচার শেষে রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বিডি প্রতিদিন/কালাম