দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চার্জ শুনানির তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে সিএমএম আদালত। ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মামলা দু'টির শুনানির জন্য এ নতুন তারিখ ধায্য করা হয়।
আজ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর খালেদা জিয়ার সময়ের আবদেন মঞ্জুর করে আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধায্য করেন।
খালেদা জিয়া গত ৩১ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান। অন্য মামলায় তিনি কারাগারে রয়েছেন জানিয়ে সময়ের আবেদন করেন তার আইনজীবী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধায্য করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার