ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৬১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়া সদস্য সচিব হিসেবে ডা. ওবায়দুল কবির খান এবং কোষাধ্যক্ষ হিসেবে ডা. মহিউদ্দিন ভূঁইয়া মাসুম মনোনীত হয়েছেন।
এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন করে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে।
রবিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন