আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০১৯। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পুলিশ সপ্তাহের এবারের প্রতিপাদ্য, ‘পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক জঙ্গি নির্মূল করি’।
এবারই প্রথম বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পাওয়া সদস্যরা আগেই পদক পরে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
রাজারবাগ পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে এবারও একগুচ্ছ দাবি তুলে ধরবে পুলিশ।
বিডি প্রতিদিন/কালাম