বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হওয়ায় একশ' যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সিঙ্গাপুর থেকে ঢাকা আসার পথে আজ বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে।
বিমানটিতে একশ' যাত্রীর মধ্যে চট্টগ্রামের ১৫ জন ছিলেন। এদেরকে বিশেষ ব্যবস্থায় ইমেগ্রেশন করে বাকি ৭৫ জন যাত্রীকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খাইরুল কবির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশ বিমানের যাত্রীরা সবাই নিরাপদে আছেন। সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় নামার কথা ছিল। ইয়াংগুন পর্যন্ত আসার পর পাইলট বুঝতে পারেন একটি ইঞ্জিন বিকল হয়েছে। তখন ঢাকায় না গিয়ে দ্রুত চট্টগ্রামে জরুরি অবতরণ করে বিমানটি। চট্টগ্রামে বিমানের ইঞ্জিন মেরামত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই আবারও নিজ গন্তব্যস্থলে যাত্রীদের ঢাকায় পাঠানো হবে অথবা অন্য ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল