পদ্মা সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর আরেকটি স্প্যান বসানো হয়েছে। এ নিয়ে পদ্মা নদীতে নির্মাণাধীন সেতুর মোট ১০টি স্প্যান বসানো হলো।
বুধবার বেলা ১২টার দিকে মাওয়া প্রান্তে স্প্যানটি বসানো হয়। এনিয়ে পদ্মা সেতুর মোট ১ হাজার ৫০০ মিটার বা দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।
পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর সর্বশেষ গত ২২ মার্চ পদ্মা সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর নবম স্প্যানটি বসানো হয়। এবার দশম স্প্যানটিও বসানোর মধ্য দিয়ে দেড় কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মাসেতু।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৯/মাহবুব