চার ধাপের উপজেলা নির্বাচনে অনিয়ম ও আদালতের নির্দেশনায় যেসব উপজেলার ভোট স্থগিত হয়েছিল সেগুলোতে ৫ মে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি জানান, ইসির নির্দেশনায় স্থগিত উপজেলাগুলোয় আগামী ৫ মে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে যেসব উপজেলার ভোট আদালতের আদেশে স্থগিত হয়েছিল, তার মধ্যে যেগুলোর নির্বাচনের বাধা কেটেছে, সেখানেও একই দিনে ভোট হবে।
এছাড়া অনিয়মের কারণে যেসব কেন্দ্রের ভোট বন্ধ হয়েছিল, সেখানে আগামী ১৭ এপ্রিল পুনঃভোট হবে।
এবার চার ধাপে ৪৬৫টি উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করলেও ভোট হয় ৪১৮ টিতে। একক প্রার্থী থাকায় ৩০টি উপজেলায় ভোটের প্রয়োজন পড়েনি।
বাকি ১৭ উপজেলার ভোট স্থগিত করা হয়। এরমধ্যে ১০টি আদালতের আদেশে এবং ৭টি ইসির আদেশে স্থগিত হয়।
বিডি প্রতিদিন/কালাম