ঈদুল ফিতর উদ্যাপনে শেষ সময়ে আজ শুক্রবার স্টেশনে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ঢল নেমেছে। লোকে লোকারণ্য হয়ে পড়েছে কমলাপুর রেলস্টেশন। যাত্রীদের চাপে ট্রেনের নির্ধারিত সময়সূচিতে বিপর্যয় নেমেছে। ঈদে যাত্রী সেবা শুরুর প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছে রেলওয়ে। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। এ কারণে স্টেশনে অপেক্ষারত যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। কেউ কেউ গরমে অসুস্থ হয়ে পড়েছেন। ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
যারা ২২ মে প্রথম দিন আগাম টিকিট কেটেছেন, তারাই আজ শুক্রবার বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন। এটি এই ঈদে আগাম টিকিটের প্রথম যাত্রা।
২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪ থেকে ৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করেছে সরকার। এরপর দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় অফিস বন্ধ থাকবে ৮ জুন পর্যন্ত। ৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শবেকদরের ছুটি। তার আগে দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এর মধ্যে অফিস খোলা থাকছে শুধু ৩ জুন। ফলে ওইদিন অফিসকে মানিয়ে নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকেই ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন।
দীর্ঘ ছুটি থাকায় দুর্ভোগ ও বিড়ম্বনা মাথায় নিয়ে নাড়ির টানে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে মানুষ।
সরেজমিনে দেখা যায়, রাজশাহীগামী ধুমকেতু ভোর ৬টায় ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় থাকলেও ছাড়ে সকাল সাড়ে ৮টার পর, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় নির্ধারিত সময় থাকলেও সকাল সাড়ে ৯টার স্টেশন ছেড়ে যায়। চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস সকাল ৭টা ৪৫ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলে কমলাপুর ছেড়ে যায় সকাল সোয়া ৮টায়। সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলেও ছেড়ে যায় সাড়ে ৭টায়। রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় কমলাপুর ছাড়ার নির্ধারিত সময় থাকলেও দুপুর ২টা ১০ মিনিটে ছেড়ে যাবে বলে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, কিছুটা দেরিতে ট্রেন ছেড়ে যাচ্ছে। তবে আমরা চেষ্টা করছি, যাতে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যেতে পারে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম