এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) পরিচালনায় নতুন নীতিমালা চায় সংসদীয় কমিটি। এজন্য খসড়া নীতিমালা তৈরি করতে ৪ (চার) সদস্য বিশিষ্ট একটি সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা কারিকুলামের আওতায় আনার মাধ্যমে চাকরিতে সমান সুযোগ দিতে মাদ্রাসা অধিদফতর ও মাদ্রাসা বোর্ডকে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার স্থাপনের আগে সরকারের পূর্বানুমোদন নিশ্চিত করার জন্য কমিটি সুপারিশ করে কমিটি।
সংসদ ভবনে আজ মঙ্গলবার অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আফছারুল আমীন। এছাড়াও সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, এ. কে. এম শাহাজান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু অংশগ্রহণ করেন।
কমিটি সূত্রে জানা যায়, ২০০৯ সালে জারি করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি সংক্রান্ত প্রবিধান বলে এতদিন এমপিদের তত্ত্বাবধানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের এসব কমিটি পরিচালিত হচ্ছিল। কিন্তু উচ্চ আদালতের এক নির্দেশের পদাধিকার বলে এমপিদের এক বা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি থাকার বিধানসহ কিছু ধারা বাতিল করা হয়। ফলে শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেকে কমিটি প্রধান হয়ে যাচ্ছেন। এনিয়ে কমিটির সভায় এরআগে বিতর্কও হয়।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, নতুন নীতিমালা প্রণয়নে সংসদীয় উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. আব্দুল কুদ্দুসকে। কমিটির সদস্য করা হয়েছে ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং এম এ মতিনকে। এই উপ কমিটিকে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নতুন নীতিমালার জন্য প্রয়োজনীয় সুপারিশ সম্বলিত প্রতিবেদন তৈরির নির্দেশনা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক